Top News

নতুন করে সুখবর দিলেন পূর্ণিমা

 নতুন করে সুখবর দিলেন পূর্ণিমা



বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ২১ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ   
FacebookMessengerLinkedInTwitterWhatsAppViberShare
নতুন করে সুখবর দিলেন পূর্ণিমা

পূর্ণিমা




অনেকদিন ধরে রূপালী পর্দা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা পূর্ণিমা। অবশেষে সেই খরা কাটিয়ে বড় পর্দায় ফিরছেন এই লাস্যময়ী নায়িকা। 

Loaded9.63%

‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেকদিন পর পর্দায় আসছেন পূর্ণিমা। পরিচালক ছটকু আহমেদের এই সিনেমাটি ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। এতে পূর্ণিমার বিপরীতে আছেন নায়ক হিসেবে আছেন ফেরদৌস আহমেদ।

সিনেমাটি সেন্সর পাওয়ার সুখবর দিয়ে পূর্ণিমার বলেন, ‘ছটকু ভাই দেশের একজন গুণী নির্মাতা। তার সিনেমায় অভিনয় করা, আমার জন্য নতুন অভিজ্ঞতা। ছটকু ভাই এ বয়সে এসেও অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। আমি আশাবাদী পারিবারিক আবহের এই সিনেমা সবার মন জয় করবে।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য অনেক বড় আনন্দের। দর্শকের জন্যই তো অভিনয় করা। তারা দীর্ঘদিন আমার নতুন সিনেমার অপেক্ষায় ছিলেন। “আহারে জীবন” দিয়ে সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে।’

Post a Comment

Previous Post Next Post